ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে জবাই করা হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
সুন্দরবন থেকে জবাই করা হরিণ উদ্ধার উদ্ধার করা মায়া হরিণ। ছবি-বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবন থেকে একটি জবাই করা হরিণ, নৌকা ও হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ। 

বুধবার (৩০ জানুয়ারি) গভীর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ফাঁড়ির কাগার ভাড়ানীর খালে টহল দেওয়ার সময় এ হরিণ, নৌকা ও ফাঁদ জব্দ করা হয়।  

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, বনরক্ষীরা রাতে টহলকালে একটি ডিঙ্গি নৌকাকে থামার সংকেত দেয়।

এসময় নৌকা ফেলে নৌকায় থাকা তিন ভাই এখলাস হাওলাদার (৩৫), ইয়াছিন হাওলাদার (৩২) এবং ইলিয়াস হাওলাদার (৩০) দৌড়ে বনের মধ্যে পালিয়ে যান। পরে নৌকায় তল্লাশি চালিয়ে একটি জবাই করা হরিণ ও হরিণ ধরার ২০০ ফুট ফাঁদ উদ্ধার করা হয়।  

তিনি আরো জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। তারা এ মাসের ১৫ তারিখে পাস পার্মিট নিয়ে বনে গিয়েছিলেন। মায়া হরিণটির ওজন প্রায় ২৫ কেজি।

আসামিরা মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চাঁদপাই গ্রামের হাকিম হাওলাদারের ছেলে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।