ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার হাটগোপালপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- হাটগোপালপুর গ্রামের সোনা উল্লাহ ছেলে ইয়ারুল শেখ (৩৪), নজরুল শেখ (৫১) নজরুল শেখের স্ত্রী পারসিনা আক্তার (৪৬), মৃত গফুর বিশ্বাসের ছেলে আবু তালেব (৬৬), আসলাম হোসেনের ছেলে সীমান্ত (২১), আবু তালেবের ছেলে ইউনুস আলী (৪২)।

আহত বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বাংলানিউজকে বলেন, হাটগোপালপুর গ্রামের নজরুল ইসলাম ও একই গ্রামে আবু তালেব উত্তর পাড়া গ্রামের মাঠে ধান ক্ষেতে সেচ দিতে যায়। এসময় উভয়ের ক্ষেত পাশাপাশি হওয়ায় পানি দেওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আবু তালেবের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।