ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রেনে কাটা পড়ে রাজন হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন কুষ্টিয়ার ভেরামারা উপজেলার কাজিরহাট গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রেন মুলাডুলি স্টেশনে পৌঁছালে ওই যাত্রী নিচে নামেন। এসময় বিপরীত দিক থেকে অপর একটি ট্রেন থ্রু পাস হওয়ার সময় অসাবধানতাবশত ওই যাত্রী ট্রেনের নিচে পড়ে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। নিহতের মানিব্যাগে থাকা টিকিট থেকে জানা যায়, ওই যুবক ভেরামারা থেকে জয়দেবপুর যাচ্ছিলো।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূবীর দত্ত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।