ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তিন দিনে বুড়িগঙ্গার তীরে ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
তিন দিনে বুড়িগঙ্গার তীরে ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা: তিন দিনে অভিযান চালিয়ে নদী পাড়ের ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সরকার। নৌ-পরিবহন মন্ত্রণালয় এ তথ্য জানাচ্ছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদী তীর দখল ও দুষণমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ অভিযানে তিনদিনে ছোট বড় মিলিয়ে ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।


 
তিনি বলেন, উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে সাত, পাঁচ, তিন ও দোতলা পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবনও রয়েছে।
 
নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পুনরায় উচ্ছেদ কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্ব ও সার্বিক তদারকিতে এ উচ্ছেদ অভিযান চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯ 
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।