ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র, ২ প্রতারক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র, ২ প্রতারক আটক আটক দুই প্রতারক। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে বিজিবি’র সাবেক সদস্যসহ দু’জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকা ও পাঁচবিবির কোকতারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক সদস্য ও নওগাঁর ধামুইরহাট উপজেলার জগদুল গ্রামের মুনছুর চৌধুরীর ছেলে সুলতান চৌধুরী ও পাঁচবিবির কোকতারা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে মানিক হোসেন।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে জানান, অভিযুক্তরা কোকতারা গ্রামের লতীফ মণ্ডলের ছেলে সৈকত মণ্ডলকে সেনাবাহিনীর সদস্য পদে চাকরি দেওয়ার কথা বলে তিন লাখ টাকা করে ভুয়া নিয়োগপত্র দেন। পরে পুলিশি তদন্তে এই প্রতারণার বিষয়টি ধরা পরলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়।  

আটক দু’জনসহ মোট তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।