ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির কাছে জাপানি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
রাষ্ট্রপতির কাছে জাপানি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত নাওকি ইতো।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।  

ঢাকাস্থ জাপান দূতাবাসের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিচয়পত্র পেশকালে জাপান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন জোরদারে অঙ্গীকার করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত নাওকি ইতো।

এর আগে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন হিরোয়াসু ইজুমি। তিনি বিদায় নেওয়ার পরে দেশটি নাওকি ইতোকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।