শুক্রবার (১৮অক্টোবর) সকাল থেকে য়ংড বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বৌদ্ধ ধর্মের অনুশাসন মেনে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
এসময় বিহার প্রাঙ্গনে ঊষা বন্দনা, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনা, প্রদীপ পূজাসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।
মহা উপাসিকা বিশাখাকর্তৃক প্রবর্তিত চীবর দানই হলো এ উৎসবের প্রধান আকর্ষণ। ২৪ ঘণ্টার মধ্যে চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি ও তাতে বিভিন্ন প্রক্রিয়ায় রং দিয়ে বেইনের মাধ্যমে চীবর বা (কাপড়) বানানো হয়। পরের দিন বিকেলে দায়ক- দায়িকারা এ চীবর ভান্তদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৯
এডি/এইচজে