নাব্যতা সংকটের কারণে সোমবার (১৪ অক্টোবর) থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।
নৌরুটের চ্যানেলে খনন কাজ চালিয়ে ফেরি চলাচলে কিছুটা উপযোগী হওয়ায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চারটি ছোট ফেরি (কুমিল্লা, কাকলী, কর্ণফুলী ও ফরিদপুর) কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে বলেন, নৌরুটের অবস্থা বোঝার জন্য ছোট চারটি ফেরি ইতোমধ্যে চলাচল শুরু করেছে।
এদিকে শিমুলিয়া থেকে দু’টি রো রো ফেরি কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য পরিবহন লোড শুরু করেছে।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ বাংলানিউজকে জানান, এ প্রান্ত থেকে দু’টি ছোট ফেরি দিয়ে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দুপুর ১২টা পর্যন্ত এ দু'টি ফেরি গন্তব্যে পৌঁছায়নি। কাঁঠালবাড়ী ঘাট পৌঁছালে এরপর রো রো ফেরি চালুর পরিকল্পনা আছে।
ঘাটে নতুন কোনো গাড়ি পারের অপেক্ষায় না থাকলেও দুই শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক এ কে এম শাহজাহান বাংলানিউজকে জানান, এ চ্যানেলে নৌরুটের গভীরতা আছে সাত ফুট। চ্যানেলে ড্রেজিং চলছে নাব্যতা সংকট নিরসনে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, নৌরুটের অবস্থা বোঝার জন্য ছোট চারটি ফেরি ইতোমধ্যে চলাচল শুরু করেছে।
ফেরি চলাচল শুরু করায় স্বস্তি ফিরেছে যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকদের মধ্যে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এফএম/এসএইচ