ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেখ রাসেলের জন্মদিনে চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগিতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
শেখ রাসেলের জন্মদিনে চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগিতা  শেখ রাসেলের জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা/ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জ শিশু একাডেমি কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় চিত্রাঙ্কন ও সকাল সাড়ে ১০টায় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 
 
শেখ রাসেলের জন্মদিনের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।  
 
জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শাহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের  মধ্যে বক্তব্য রাখেন প্রতিযোগিতার বিচারক রবিন্দ্রনাথ অধিকারী, সরদার নূরুল ইসলাম, শেখ ইমাম হোসেন।   

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে জেলা শহরের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯ 
এফএম/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।