ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে সুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
সাভারে সুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে অবনি ফ্যাশন নামে একটি কারখানার সুতার গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে হেমায়েতপুরের রিশিপাড়া এলাকার অবনি ফ্যাশন নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে কল্যাণপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হেমায়েতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যুক্ত হলে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।