শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে হেমায়েতপুরের রিশিপাড়া এলাকার অবনি ফ্যাশন নামে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে কল্যাণপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হেমায়েতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট যুক্ত হলে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
আরএ