শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাপ্তাই হ্রদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরআগে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দীন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিউল আজমসহ প্রতিযোগী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা পরবর্তী বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এরপর আগত অতিথিরা দেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এনটি