শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় মহানগরীর নিরালার দীঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রিপন ইসলাম খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের মৃত আকবার ইসলামের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার (সদর) মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত হাজার ৭৯৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমআরএম/এসএ