ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
খুলনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

খুলনা: খুলনায় সাত হাজার ৭৯৫ পিস ইয়াবাসহ মো. রিপন ইসলাম (১৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় মহানগরীর নিরালার দীঘিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রিপন ইসলাম খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের মৃত আকবার ইসলামের ছেলে।

তিনি মহানগরীর টুটপাড়া কবরখানা রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার (সদর) মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত হাজার ৭৯৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।