বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, নাব্যতা সংকট থাকায় চ্যানেলমুখ রাতে অতিক্রম করা ঝুঁকিপূর্ণ। এজন্য রাতে ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।
এর আগে, শুক্রবার সকাল১০টার দিকে পরীক্ষামূলক প্রথমে ছোট দুটি ফেরি চালু করা হয়। এরপর আরও দুটি ছোট ফেরি চলাচল করে। দুপুরে আরও তিনটি বড় ফেরিসহ মোট সাতটি ফেরি সন্ধ্যা পর্যন্ত চলছিল।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বাংলানিউজকে বলেন, রাতে ফেরি বন্ধ রাখা হচ্ছে। নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আশাকরি সকাল থেকে আবার চলাচল শুরু হবে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এনটি