ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরব নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
ভৈরব নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ভৈরব নদে নৌকাবাইচ

যশোর: যশোরের নওয়াপাড়া ভৈরব নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এ উপলক্ষে নদের পাড়ে উৎসবে মেতেছিল কয়েক হাজার মানুষ।

যশোরের নওয়াপাড়া পৌরসভার আয়োজনে (১৮ অক্টোবর) শুক্রবার বিকেলে ভৈরব নদে ১০তম এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খুলনা তেরখাদার উপজেলার কোলা বাজারের ভাই ভাই জলপরি, দ্বিতীয় স্থান একই উপজেলার মোকামপুরের আল্লাহ ভরসা ও তৃতীয় স্থান অধিকার করে একই উপজেলার তেরখাদা গ্রামের রকেট নামে নৌকা।  

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়।  

সম্মানিত অতিথি ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত।  

পুরস্কার হিসেবে প্রথম দল ৪০ হাজার টাকা, দ্বিতীয় দল ২০ হাজার টাকা ও তৃতীয় দলকে ২০ হাজার টাকার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।