ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ: ডিআইজি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
বঙ্গবন্ধুর সংবিধান বিশ্বের শ্রেষ্ঠ: ডিআইজি বক্তব্য রাখছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান

সাভার (ঢাকা): বঙ্গবন্ধু সবাইকে এক কাতারে নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধের পরে তিনি যে সংবিধানটি দিয়েছেন সেটি বিশ্বের একটি শ্রেষ্ঠ সংবিধান বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে ১৬তম কঠিন চিবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

হাবিবুর রহমান বলেন, বঙ্গবন্ধু একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন।

তিনি দেশ স্বাধীন করার আগেই বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন নিরাপদ। এই দেশে কোনো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ চলবে না। কোনো অপরাধী দেশে আইন-শৃঙ্খালার অবনতি করার চেষ্টা করলে তাকেও আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। অপরাধী যত বড় শক্তিশালীই হোক না কেন পুলিশ তাকে আইনের আওতায় আনবে। সেক্ষেত্রে অপরাধীদের কেউই ছাড় পাবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ, আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯ 
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।