শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনায় নিহত রুদ্র সরকার সদর উপজেলার ফুলসর গ্রামের আনিসুর রহমানের ছেলে। আর আহত মাসুম একই এলাকার আলম সরকারের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, হালসা থেকে মালবাহী একটি ট্রলি বেপরোয়া গতিতে নাটোরের দিকে যাচ্ছিল। এসময় ট্রলিকে অতিক্রম করতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান রুদ্র সরকার। আর মাসুম সরকার গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় লোকজন ট্রলিটি আটক করে পুলিশের কাছে দিয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমআইএইচ/এএ