ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ দুই বাল্যবিয়ে বন্ধ, হবু বর-কনের বাবার দণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
সিরাজগঞ্জ দুই বাল্যবিয়ে বন্ধ, হবু বর-কনের বাবার দণ্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অন্য কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্তরা

সিরাজগঞ্জ: জেলায় এক রাতে দুই স্কুলছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বর-কনের বাবাকে অর্থদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পৌরসভার মাহমুদপুর আমতলার মো. শাহীন আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় শাহীনের মেয়ে শারমিন খাতুনের (১৩) সঙ্গে চরমালশাপাড়া এলাকার শাখাওয়াত হোসেনের ছেলে রবিউল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং বর ও কনের বাবা প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।  

এছাড়াও ছোনগাছা ইউনিয়নের ভেওয়ামাড়া দক্ষিণ পাড়া গ্রামে অভিযান চালিয়ে রঞ্জু সরকারের মেয়ে মীম সুলতানার (১৩) বাল্যবিয়ে বন্ধ করা হয়। মীম সুলতানার সঙ্গে কামারখন্দ উপজেলা পাইকশা গ্রামের সাবান আলীর ছেলে মেরাজুল ইসলামের (২৫) বিয়ের আয়োজন চলছিল। ভ্রাম্যমাণ আদালত কনের বাবা রঞ্জু সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।  

উভয়ক্ষেত্রেই কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেকা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।