ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
নলডাঙ্গায় কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় তামান্না খাতুন টিয়া (১৭) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পীরগাছা এলাকার রাখালগাছা মোড় এলাকায় একটি আম বাগানের গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

তামান্না খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার সমসপাড়া গ্রামের আব্দুর রশীদের মেয়ে ও পুঠিয়া উপজেলা সাধনপুর পঙ্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. উজ্জল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। তবে, মরদেহটি উদ্ধার প্রক্রিয়া ও পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।