আরিফ হোসেন নারায়ণগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার কালিপুরা গ্রামের মৃত সিরাজ বেপারীর ছেলে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আলী বাংলানিউজকে জানান, পুলিশ কনস্টেবল রাজিব (ঢাকা মেট্টো ল-১৩-৮৫৯৮) মোটরসাইকেল করে ব্যক্তিগত কাজে গাউছিয়া যাচ্ছিলেন। পথে মদনপুর-ভুলতা সড়কের পেচাইন এলাকায় নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে নয়াপুর থেকে মদনপুরগ্রামী একটি ট্রাক আরিফকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
ওএইচ/