ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিসির দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন সেই মুক্তিযোদ্ধার পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ডিসির দেওয়া চাকরি ফিরিয়ে দিলেন সেই মুক্তিযোদ্ধার পরিবার

দিনাজপুর: দিনাজপুর জেলা প্রশাসকের (ডিসি) দেওয়া চাকরি ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রীয় সম্মান ছাড়া দাফন হওয়া মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবার।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের জুগিবাড়ী গ্রামে যান। সেখানে মুক্তিযাদ্ধা ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেন এবং দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি দেওয়ার আশ্বাস দেন।

কিন্তু মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের পরিবার ডিসির দেওয়া চাকরি ফিরিয়ে দেন।

>>>আরও পড়ুন...এসিল্যান্ডের বিচার চান সেই মুক্তিযোদ্ধার ছেলে নুরুজ্জামান

এ বিষয়ে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মরহুম মুক্তিযোদ্ধার বড় ছেলে নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক আমাদের বাড়িতে আসেন। সেখানে আমাদের সঙ্গে কথা বলার পর জেলা প্রশাসক কার্যালয়ের প্রহরী পদে চাকরি দিতে চান। কিন্তু আমার ভাইকে বিনা অপরাধে যারা চাকরিচ্যুত করেছেন, তাদের অধীনে আমার ভাই চাকরি করবে না। কারণ যারা চাকরি দিতে পারে তারা পরবর্তীতে চাকরিচ্যুতও করতে পারেন। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সুপারিশে আমার ভাইকে দিনাজপুর সদর এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) গাড়ি চালক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু আমার ভাই কোনো ভুল না করলেও তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

এদিকে, শনিবার দুপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জাকির হোসেন মুক্তিযোদ্ধার প্রতি অবহেলা ও রাষ্ট্রীয় সম্মান ছাড়া দাফনের ঘটনায় দিনাজপুরে তদন্ত করেছেন। তিনি জানান, সরকার মুক্তিযোদ্ধার ব্যাপারে সবসময় অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। অথচ দিনাজপুরে মুক্তিযোদ্ধার প্রতি যে অবহেলা করা হয়েছে সে ব্যাপারে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। আমি মরহুম মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ চেয়েছি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত প্রতিবেদনের রিপোর্ট বিভাগীয় কমিশনারের কাছে জমা দেব।

চাকরিচ্যুত হওয়া মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের ছোট ছেলে নুর ইসলামের স্ত্রী রুবিনা খাতুন বাংলানিউজকে বলেন, আমার স্বামীকে বিনা অপরাধে যারা চাকরিচ্যুত করেছেন তাদের বিচার চাই। চাকরি যাওয়ার পর থেকে আমার স্বামী নুর ইসলাম ভেঙে পড়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অফ অনার) ছাড়াই দাফন সম্পন্ন করা হয় মরহুম মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের। জাতির শ্রেষ্ঠ সন্তানের শেষ বিদায়ের সময় সেখানে বাজেনি বিদায়ের সুর। জানাযার আগে ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের চৌকস দল গার্ড অব অনার জানাতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন। এমনকি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়নি।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়নি মুক্তিযোদ্ধা ইসমাইল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বরাররে এমন একটি চিঠি লেখার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। তার মুক্তিবার্তা নম্বর ০৩০৮০১১০০২, ভাতা বই নং-৮১৯।

মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের বড় ছেলে বাংলানিউজকে বলেন, দিনাজপুরের এসিল্যান্ড অফিসে (সহকারী কমিশনার ভুমি) অস্থায়ী ভিত্তিতে আমার ছোট ভাই নুর ইসলাম গত ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর গাড়িচালক পদে চাকরি পান। চাকরি নেওয়ার পর থেকেই দিনাজপুরের এসিল্যান্ড (সদর উপজেলা সহকারী কমিশনার-(ভূমি) আরিফুল ইসলাম) ও তার স্ত্রী নিজ বাড়ির বাজার করিয়ে নিতেন। বাড়ির যাবতীয় অন্যান্য কাজও করিয়ে নিতেন আমার ভাই নুর ইসলামকে দিয়ে। এমনকি বাড়ির রান্না ও শৌচাগারও পরিষ্কার করিয়ে নিতেন। সম্প্রতি আমার ভাই কোনো অপরাধ না করলেও তাকে গাড়িচালক পদ থেকে চাকরিচ্যুত করেন এসিল্যান্ড আরিফুল ইসলাম।

তিনি বাংলানিউজকে আক্ষেপ আরও বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। ছোট ভাইয়ের চাকরি ফেরত পাইয়ে দেওয়ার জন্য আমার বাবা প্রশাসনের সর্বস্তরের গেছেন। কিন্তু কেউ তাকে সম্মানটুকুও দেখায়নি। দিনাজপুরের জেলা প্রশাসকের কাছে বাবা ও ছোট ভাই দেখা করতে গিয়েছিলেন। এজন্য জেলা প্রশাসক রাগান্বিত হন বাবার ওপর। সর্বশেষ এসিল্যান্ডের (সহকারী কমিশনার ভূমি) কাছে বাবা ও ছোট ভাই গিয়েছিলেন দেখা করতে। কিন্তু একজন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া গাড়িচালকের বাবার সঙ্গে দেখা করা উচিত মনে করেননি এসিল্যান্ড। একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সম্মান পেয়ে থাকেন। কিন্তু মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে দাফন মুক্তিযোদ্ধা ছাড়া কারও ভাগ্যে জোটেনা। আমার বাবা প্রশাসনের ওপর এতই নারাজ হয়েছেন যে, মৃত্যুর পর শেষ রাষ্ট্রীয় সম্মানটুকুও নিতে অপরাগতা প্রকাশ করেছেন। আমাদের কাছে লিখে গেছেন ওছিয়দনামা।

চিঠিতে যা লিখে গেছেন তার মূল কথা হচ্ছে 
‘গত ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর সংসদের হুইপ ইকবালুর রহিমের সুপারিশে ছেলে নূর ইসলামের নো-ওয়ার্ক নো-পে ভিক্তিতে এসিল্যান্ডের গাড়িচালক হিসেবে চাকরি হয়। সেই সুবাদে নূর ইসলাম সদরে এসিল্যান্ডের গাড়ি চালাতেন। কর্মস্থলে বিভিন্ন সমস্যা নিয়ে হুইপ ইকবালুর রহিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি বিষয়টি দেখবেন বলে সেখানে উপস্থিত এডিসি রাজস্বকে বিষয়টি দেখতে বলেন। হুইপকে বিষয়টি অবগত করায় প্রশাসন থেকে প্রথমে নূর ইসলামকে তার বসবাসরত খাস পরিত্যক্ত বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। একই মাসের শেষ দিকে এসিল্যান্ডের স্ত্রী নূর ইসলামকে শৌচাগার পরিষ্কার ও মাংস রান্না করতে বলেন। মাংস রান্না ঠিক না হওয়াসহ বিভিন্ন অজুহাতে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে চাকরিচ্যুত করা হয়। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়াকে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেলে তিনিও (ডিসি) ক্ষিপ্ত হয়ে যান। এছাড়াও নূর ইসলাম তার স্ত্রী-সন্তান নিয়ে মাফ চাওয়ার জন্য এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে ৩ ঘণ্টা অপেক্ষা করেও তারা দেখা করতে পারেনি। চাকরি চলে যাওয়ায় উপায় না পেয়ে হুইপ ইকবালুর রহিমের সঙ্গে দেখা করেন। কিন্তু প্রশাসন সেটি চরম নেগেটিভভাবে নেয়। বর্তমানে তার ছেলেটি চাকরিচ্যুত ও বাস্তুচ্যুত হয়ে স্ত্রী-পুত্র ও পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন-যাপন করছে।

তিনি আরও লিখেছেন, জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়ে করা স্বাধীন দেশে আমার ছেলের রুজি রোজগারটুকুও অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলো। গত ২১ অক্টোবর থেকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতাল দিনাজপুরের কার্ডিওলজি বিভাগে, ওয়ার্ড নম্বর -২, বেড নম্বর-৪৪ এ ভর্তি অবস্থায় আছি, এই পত্রটি তোমার কাছে লিখছি। তোমার কাছে আমার আকুল আবেদন- ‘তুমি ন্যায় বিচার করো। ঠুনকো অজুহাতে আমার ছেলেটিকে চাকরিচ্যুত করায় তাকে চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ’ 

আমার বয়স প্রায় ৮০ এর কাছাকাছি। ছেলেটি হঠাৎ করে চাকরিচ্যুত হওয়ায় আমি শারীরিকভাবে অসুস্থ তারপর মানসিকভাবে ভেঙে পড়েছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হঠাৎ যদি আমার মৃত্যু হয়, আমাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন না করা হয়। কারণ এসিল্যান্ড, ইউএনও, এডিসি, ডিসি যারা আমার ছেলেকে চাকরিচ্যুত, বাস্তুচ্যুত করে পেটে লাথি মেরেছে, তাদের সালাম-স্যালুট আমার শেষ যাত্রার কফিনে আমি চাইনা। ’

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।