শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার মোহনপুর গ্রামের খলিল শেখ (২৭), বেলকুচি উপজেলার শাহিন আলম (২০), মুসা (৩২), নজরুল (৪৫), কফিল (৫০), চৌহালী উপজেলার সুজন (২০), টাংগাইল সদরের আছির (৩৫), হাফেজ (৬০), সবুজ (২০), ফরিদুল (৩০), সায়েদুল (২৩) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাবলু (৪২), নূর উদ্দিন (৪০), সোবহান (২০), কাওছার (২২) ও মালেক (২২)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার বাংলানিউজকে জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ইলিশ ধরার দায়ে ১৬ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় ও ইলিশগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
ডিমওয়ালা মা ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের সাত হাজার কিলোমিটার জলসীমায় সব ধরনের মাছ শিকার, মজুদ ও বিক্রি নিষেধাজ্ঞা জারি করে সরকার।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসআরএস