ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
মুকসুদপুরে নৌকাবাইচ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামবাসী ও নবদিগন্ত ক্লাব কমলাপুর খালে এ নৌকাবাইচের আয়োজন করে।

নৌকাবাইচ দেখতে কমলাপুর খালের দুই পাড়ে শিশু, নারী-পুরুষসহ লাখো মানুষ উপস্থিত হয়।

বাইচকে কেন্দ্র করে খালের দুই পাড়ে বসে মেলা। ইট-পাথরে গড়া আধুনিক সভ্যতার ভিড়ে গ্রামবাংলা থেকে নৌকাবাইচের মতো নৌকাবাইচ প্রতিযোগিতায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বরিশাল জেলার নয়টি বাচাড়ী, আটটি সারিন্দা এবং দুইটি জলকাইসাসহ মোট ১৯টি নৌকা অংশ নেয়।
 
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আতিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন। অনুষ্ঠানের পরিচালনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।