ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণ, ২৫০ যাত্রীকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
বিনা টিকিটে রেল ভ্রমণ, ২৫০ যাত্রীকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা): বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৫০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পাকশী রেলওয়ে দপ্তরের আওতাধীন ঈশ্বরদী বাইপাস-ঢাকা রেলরুটের বঙ্গবন্ধুসেতু (পশ্চিম) স্টেশনে আটটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে এ অভিযান চালানো হয়।

এসময় উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলাম বাবু, জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শাহিনূল ইসলাম, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বরকতউল্লাহ আল-আমিন, ইয়াসির আরাফাত, কামরুল ইসলাম, ইশতিয়াক হোসেন।

এছাড়াও ছিলেন রেলওয়ে কর্মচারী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।          

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, ট্রেনে টিকিট না নিয়ে ভ্রমণের দায়ে ২৫০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ জড়িমানা ৪৯ হাজার ১০ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে ভাড়া ৩০ হাজার ও জরিমানা বাবদ ১৯ হাজার ১০ টাকা।

অভিযান চালানো যাত্রীবাহী ট্রেনগুলো হলো- রাজশাহী-ঢাকাগামী ৭৫৪ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকা-চিলাহাটিগামী ৭৬৫ নম্বর নীলসাগর এক্সপ্রেস, ঢাকা থেকে ৭০৫ নম্বর পঞ্চগড় এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকাগামী ৭৫৮ নম্বর দ্রুতযান এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী ৭৬৩ নম্বর চিত্রা এক্সপ্রেস, লালমনিরহাট-ঢাকাগামী ৭৫২ নম্বর লালমনি এক্সপ্রেস ও ঢাকা-রাজশাহীগামী ৭৫৩ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।