ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ঢাকা-বাকু চুক্তি সই

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ঢাকা-বাকু চুক্তি সই চুক্তিতে সই করছেন কে এম খালিদ ও আবুলফাস গারায়েব। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

বাকু, আজারবাইজান থেকে: সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে একটি সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ ও আজারবাইজান। দু’দেশের মধ্যে এটাই প্রথম কোনো চুক্তি।

শনিবার (২৬ অক্টোবর) বাকুর প্রেসিডেনসিয়াল প্যালেসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং আজারবাইজানের পক্ষে দেশটির সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রী আবুলফাস গারায়েব এ চুক্তিতে সই করেন।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকটিও বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমইউএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।