ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
উল্লাপাড়ায় ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় বাইসাইকেলের এক আরোহী (৪০) নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ বাংলানিউজকে জানান, রাতে হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইসাইকেল আরোহীকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নিহতের মাথা থেতলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। তবে পরিচয় জানার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেনে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।