অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক, স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিজন এস এম ইকবাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা।
অনুষ্ঠানে অতিথিরা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন।
জাতীয় নেতা ও বাংলার বাঘ খ্যাত শেরেবাংলা এ কে ফজলুক হক ১৮৭৩ সালে বরিশাল জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএস/এসআইএস