ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
শের-ই-বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী পালিত এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী

বরিশাল: বরিশালে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৪৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। জেলা প্রশাসন বরিশালের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার (২৬ অক্টোবর) বিকেলে নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল।

 মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলার দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব সিরাজ উদ্দিন আহমেদ,  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক, স্থানীয় সরকার বিভাগ বরিশালের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিজন এস এম ইকবাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা।
অনুষ্ঠানে অতিথিরা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনা করেন।

জাতীয় নেতা ও বাংলার বাঘ খ্যাত শেরেবাংলা এ কে ফজলুক হক ১৮৭৩ সালে বরিশাল জেলার  রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।