তিনি আরও বলেন, ‘অপরাধী নিজের দলের হলেও আইন তার আপন গতিতে চলবে। অপরাধীকে অপরাধী হিসেবেই দেখবো।
শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় আজারবাইজানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল হোটেল হিলটন বাকুতে এ অনুষ্ঠান হয়।
চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এরইমধ্যে দুর্নীতি, মাদকের বিরুদ্ধে একটা অভিযানও আমরা করেছি। দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। খুব ভালো ফল আমরা পাচ্ছি। ’
শেখ হাসিনা বলেন, ‘আইন তার আপন গতিতে চলবে। আপনারা দেখেছেন যে সেটা কিন্তু চলছে। আমার দলের কেউও যদি কোনো অপরাধ করে সঙ্গে সঙ্গেই শাস্তি পায়। কারণ অপরাধী অপরাধীই। আমি অপরাধীকে অপরাধীর চোখেই দেখবো এবং সেটাই আমরা কিন্তু দেখছি। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি যে পরকে শিক্ষা দিতে হলে আগে নিজের ঘর থেকে শুরু করা উচিত। আমি কিন্তু এখন তাই করছি। দুর্নীতির বিরুদ্ধে অভিযান। সেটাই আমি করে যাচ্ছি। ’
গুজব ছড়ানো অপরাধীদেরও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
এসময় তিনি প্রবাসীদের কল্যাণে নেওয়া সরকারে বিভিন্ন সুযোগ সুবিধা এবং বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন।
প্রবাসীদের বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় সেভাবে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সম্মানটা যেন থাকে।
জ্ঞান-বিজ্ঞানে দেশকে সমৃদ্ধ করতে, দেশের উন্নয়নে কাজে লাগাতে উচ্চতর জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের বিদেশে শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (আজারবাইজানে দায়িত্বপ্রাপ্ত) এম আল্লামা সিদ্দিকী।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমইউএম/এসআইএস