ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা নদীর ভাঙনরোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
সন্ধ্যা নদীর ভাঙনরোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন সন্ধ্যা নদী ভাঙনরোধে

বরিশাল : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী ভাঙনরোধে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার চতলবাড়ি লাগোয়া নদীতে ৩০ লাখ ঘনমিটার মাটি কেটে প্রবাহমান স্রোত ঘুরিয়ে দিতে শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।

প্রতিমন্ত্রী স্পিডবোটযোগে নদীতে নেমে সুইচ চেপে ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করেন।

 এসময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহ আলম ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড্রেজিং বিভাগের খুলনা অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম গোলাম সরোয়ার বলেন, এ প্রকল্পের মাধ্যমে ৩০ লাখ ঘনমিটার মাটি কেটে দুইশ’ মিটার প্রস্থ এবং নয় ফুট গভীরতা বৃদ্ধি করে একটি নতুন চ্যানেল করে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সন্ধ্যা নদী ভাঙন অনেকাংশে কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সময় : ০৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমএস /এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।