রোববার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
এর আগে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
আবু সাঈদ স্থানীয় জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার ও সোনারগাঁ থানার একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ।
আহত চার পুলিশ সদস্য হলেন- আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ (৪৭), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ চন্দ্র দাস (৩৮), কনস্টেবল লিটন মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৩৮)।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত আবু সাইদের নামে আড়াইহাজার ও সোনারগাঁ থানায় আট থেকে দশটি ডাকাতির মামলা ছিল। শনিবার তাকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী, রোববার ভোরে অন্য ডাকাত সদস্যদের আটক করতে ইলুমদী গ্রামে অভিযানে যায় পুলিশ। এসময় তাকে ছিনিয়ে নিতে আগে থেকে সেখানে উৎপেতে থাকা অন্য সদস্যরা পুলিশের ওপর হামলা ও গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সহযোগী ডাকাতরা পিছু হটে। এসময় গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত এবং পুলিশের চার সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরবি/