রোববার ( ২৭ অক্টোবর) সকালে নড়াইল সদর থানার সামনের সড়কে চলাচলরত মোটরসাইকেলচালকদের মধ্যে পাঁচশ হেলমেট বিতরণ করা হয়।
এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, পাঠাও’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, অ্যাপভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও’র পক্ষ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশ হেলমেট বিতরণ করা হয়। পরে প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এএটি