ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে ঝুমুর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

মৃত শিশুর মামা মো. সোহাগ বলেন, তারা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সাত নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন। সকালে অন্য শিশুদের সঙ্গে পাশের নির্মাণাধীন ভবনে খেলতে যায় ঝুমুর। হঠাৎ জানতে পারি, ভবনের পাঁচতলা থেকে সে নিচে পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার উসমানগঞ্জ গ্রামে। ঝুমুরের আড়াই বছরের সময় মা জরিনা বেগম মারা যান। তার কিছুদিন পর বাবা সিরাজুল ইসলাম অন্যত্র বিয়ে করে চলে যান। তারপর থেকে খালা ও মামাদের কাছে থাকতো সে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।