রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ৬০ জন বন্দির মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী ও জেলার মাহবুবুল ইসলাম মিলনসহ কারা কর্মকর্তারা।
জেলার মাহবুবুল ইসলাম জানান, ৩৬৫ দিন কারাবন্দিরা কোরআন চর্চা করে থাকে। এর আগে আমরা তিন ধাপে কোরআন খতম দেওয়ার জন্য ১৪০ জন কারাবন্দির মধ্যে কোনআন শরীফ বিতরণ করেছি। আজকে প্রায় ৬০ জন বন্দিকে কোরআন শরিফ দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, কারাগারের ভেতরে নানারকম গঠনমূলক কাজ করা হয়। যাতে বন্দিরা কারাগার থেকে বেরিয়ে সেই অপরাধে আবার না জড়ায়। ইতোপূর্বে আরও ১৪০ জন কোরআন নিয়েছেন। যা চলমান থাকবে। কোরআন শিখে ভেতরে ৪০টি ওয়ার্ডে এ বন্দিরা ইমামতি করছেন। প্রতিদিন সকালে কোরআন খতমের মাধ্যমে ঢাকা জেলের কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এজেডএস/এসএইচ