খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের অফিস কলোনী এলাকায় সড়ক দুর্ঘটনায় রোকসানা আকতার রাফি নামে (২০ মাস বয়সী) এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় ঘনবসতিপূর্ণ হওয়ায় বেশিরভাগ শিশুই সড়কের ওপর খেলাধুলা করে।
সকালে অন্য শিশুদের সঙ্গে রাফিও খেলা করছিল। এসময় একটি গাড়ি মোড় ঘোরানোর সময় তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, শিশুটির বাবার নাম বাদল মিয়া। তিনি মাস দুয়েক আগে বরিশাল থেকে ওই এলাকায় এসে বাসা ভাড়া নেন। পেশায় তিনি একজন চটপটি বিক্রেতা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এডি/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।