ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ৮০০ পিস ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
বগুড়ায় ৮০০ পিস ইয়াবাসহ আটক ২ ৮শ পিস ইয়াবাসহ দুইজন। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

রোববার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় বগুড়া ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে বগুড়া সোনাতলা উপজেলার বয়ড়া উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক দু’জন হলেন- বগুড়া সোনাতলা উপজেলার বয়ড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. নয়ন উদ্দিনের ছেলে মো. দেলবর আকন্দ (৫০) ও একই এলাকার মো. ফুল মিয়ার স্ত্রী মোছা. রুপালী বেগম (৩৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে ৮শ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
কেইউএ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।