ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় দুদকের অভিযান, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
উত্তরায় দুদকের অভিযান, গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা: রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

রোববার (২৭ অক্টোবর) উত্তরার ৯ নম্বর সেক্টরের সুলতান চেয়ারম্যানের বাড়ি নামক এলাকায় অভিযান চালায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মানসী বিশ্বাস ও উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মীরাজ।

দলটি ওই এলাকার বিভিন্ন বসত-বাড়িতে গ্যাসের অবৈধ সংযোগ থাকার প্রমাণ পায়।

এসময় একটি বাড়িতে দুইটি রাইজারে ১০টি সংযোগের স্থলে ১৩টি সংযোগ পাওয়া যায়।

পরবর্তীতে তিতাসের কুড়িল জোন-০৯’র সার্ভেইলেন্স কর্মকর্তাদের সহায়তায় অবৈধভাবে ব্যবহৃত অতিরিক্ত তিনটি গ্যাস সংযোগ বিছিন্ন করে সিলগালা করে দেয় দুদক দল।

এছাড়া ওই এলাকার বিভিন্ন বসতবাড়ির গ্যাস সংযোগগুলো বিস্তারিত যাচাই-বাছাই করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে নীতিমালা অনুযায়ী জরিমানা আরোপ এবং তিতাসের সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে দুদকের দলটি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
ডিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।