সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ এবং অধিদপ্তর বা সংস্থায় বেতন গ্রেড ১৩ থেকে ২০ (আগের তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগের জন্য পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।
মন্ত্রণালয় বা বিভাগ বা অধীনস্থ দপ্তর সংস্থায় আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।
গত ২৪ অক্টোবর অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এমআইএইচ/এএ