ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত থেকে ৯০ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ আমিনুর রহমান (২৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আমিনুর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ ওই যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে জানান, আটক আমিনুরের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।