রোববার (২৭ অক্টোবর) বিকেলে গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন বাসাটিতে অভিযান শুরু করা হয়।
ঢাকা: রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান এখনও চলছে। একই বাউন্ডারিতে দুইটা ভবনে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ নম্বর আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন বাসাটিতে অভিযান শুরু করা হয়।
তিনি বলেন, আরেকটি ভবনের একটা ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ক্যাসিনোর সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এজেডএস/এমএ