শনিবার (২৬ অক্টোবর) গভীর রাতে জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মাণিগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৭ অক্টোবর) সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান (বিপিএম) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার তাজু নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়ার আজিজুল ইসলামের ছেলে।
২০১৫ সালের ২২ অক্টোবর দুর্গাপুরের তেরিবাজারে দিনগত রাতে অরুণ কুমার সাহা (৭৪) ও স্ত্রী হেনা রাণী সাহা (৬৫) নিজ ঘরে খুন হন। গলা কেটে তাদের হত্যা করে দুুর্বৃত্তরা।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে দম্পতির নিজ ঘর থেকে তাদের গলাকাটা মরদেহগুলো উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশ।
পরে খুনের ঘটনায় চারদিন পর দম্পতিদের বড় ছেলে সুজিত সাহা দুর্গাপুর থানায় মামলা করেন। ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হত্যা মামলাটি তদন্ত করছেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসএইচ