রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাপাহার-নজিপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিথী উপজেলার বহিরামপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে।
পত্নীতলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী বাংলানিউজকে বলেন, নওগাঁ সদর থেকে কালিমি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন বাসের অন্তত আরও সাতজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এসআরএস