রোববার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি চত্বরে আইনজীবী পরিবার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডলের (পিপি) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল ইসলাম, জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জাতীয় সংসদের সাবেক হুইপ এ ই এম খলিলুর রহমান ও জ্যেষ্ঠ আইনজীবী খাজা জহুরুল হক।
অনুষ্ঠানে মন্ত্রী জয়পুরহাট আইনজীবী সমিতির উদ্যোগে একটি স্মরণিকা উন্মোচন করেন।
সভা শেষে মন্ত্রী রাত ১টা ১০ মিনিটে জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে ‘একতা একপ্রেস’এ করে ঢাকায় রওনা হবেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরএ