রোববার (২৭ অক্টোবর) দুপুর ২টায় পাগলা ওয়াসা এলাকায় এ ঘটনার পর ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ডেমু (নারায়ণগঞ্জ কমিউটার-৪) ট্রেনটি পাগলা ওয়াসা এলাকায় দুপুর ২টার কিছু পরে একটি কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, ঘটনার পর ঢাকা থেকে উদ্ধারকারীরা গিয়ে লাইন মেরামত করে ট্রেনের বগিটি লাইনে তোলার কাজ শুরু করেন। পরে রাত সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
জেডএস