ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বেচ্ছায় জমি দেওয়ার নজির কেবল সিলেটেই!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
স্বেচ্ছায় জমি দেওয়ার নজির কেবল সিলেটেই! রাজশাহী সিটি করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময়ে সিলেট মেয়র

সিলেট: সড়ক প্রশস্তকরণ কাজে নিজ উদ্যোগে জমি ছেড়ে দেওয়া চাট্টিখানি কথা নয় মন্তব্য করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই নজির কেবল সিলেটেই, দেশের অন্য কোনো স্থানে নেই।

তিনি বলেন, সিলেটের মানুষ নাগরিক দায়বদ্ধতার বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে পারেন। এ কারণে নগরীকে সাজানো সময়ের ব্যাপার মাত্র।


 
রোববার (২৭ অক্টোবর) নগর ভবনে রাজশাহী সিটি করপোরেশনের প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটকে স্মার্ট সিটি করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্মার্ট নগরীতে পরিণত হবে সিলেট।
 
সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, মহিলা কাউন্সিলর উম্মে ছালমা, শিরিন আক্তার, বেলী বেগম ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনজুমানারা বেগম।
 
এছাড়া সভায় সিসিকের প্যানেল মেয়র-২ অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, তাকেক উদ্দিন তাজ বক্তব্য রাখেন।
 
এরপর সিসিকের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন রাজশাহী সিটির কাউন্সিলর ও কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।