ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে পাঠাও চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে পাঠাও চালক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে হৃদয় (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি এলাকার তানসিন মিয়ার ছেলে ও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও চালক।

পুলিশ জানায়, হৃদয় তিন বছর যাবত রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও চালক হিসেবে কাজ করতেন। বিকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।