ছবি: সংগৃহীত
ঢাকা: বাংলাদেশ সফর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা জানিয়েছেন, দেশে ফিরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানানো হবে। ঢাকা ছাড়ার আগে গণমাধ্যমকে একথা জানিয়েছেন তারা।
বাংলাদেশ সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন নিউইয়র্ক স্টেট সিনেটররা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সিনেটর লুইস সেপালভেদা গণমাধ্যমকে বলেন, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে।
রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটছে, বিশ্বের দরবারে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরে যেতে পারে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াতে ফেডারেল প্রতিনিধিদের প্রতি আমরা আহ্বান জানাবো।
নিউইয়র্ক স্টেটের সিনেটর লুইস সেপুলভেডার নেতৃত্বে ২০ থেকে ২৬ অক্টোবর বাংলাদেশ সফর করেন পাঁচ সিনেটর। এসময় তারা সিলেট ও কক্সবাজার সফরে যান।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
টিআর/একে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।