ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
মেহেরপুরে তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর শহরের হঠাৎপাড়া এলাকায় তিনতলা বাড়ির ছাদ থেকে পড়ে সেজান নামে পাঁচ বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে। তার বাবার নাম কাটু মিয়া।

জানা যায়, রোববার (২৭ অক্টোবর) দুপুরে প্রতিবেশী মুক্তার হোসেনের বাড়ির তিনতলা ছাদে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায় সেজান। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

সেখানে রাত সাড়ে ৮টার দিকে মারা যায় শিশুটি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।