জানা যায়, রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সূচনা সেন্টার পয়েন্টের ১০ তলা ভবনের চতুর্থ তলায় জয় গার্মেন্টস নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা জানান, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
একে