ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ককশিট গোডাউনের আগুনে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
ময়মনসিংহে ককশিট গোডাউনের আগুনে নিহত ১

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরের আমপট্টি এলাকায় একটি ককশিটের গোডাউনে লাগা আগুনে দগ্ধ হয়ে সুমন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দ্বীন মনি শর্মা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় গোডাউনের পাশের একটি রুমে ঘুমন্ত অবস্থায় থাকায় দগ্ধ হয় সুমন নামে এক ব্যক্তি। পরে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এর আগে রোববার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের গাঙ্গিনারপাড় এলাকায় সূচনা সেন্টার পয়েন্ট নামে একটি শপিংমলের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় শপিংমলের তিনটি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন>>>ময়মনসিংহে শপিংমলে আগুন, পুড়ে গেছে ৩টি দোকান

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯ 
এমএকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।