দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান তোলা হচ্ছে, ছবি: বাংলানিউজ
মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন দোতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকালে খুলনা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল।
এ সময় কাভার্ডভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটের ওয়ানওয়ে রাস্তা থেকে পাশের গভীর একটি পুকুরে পড়ে যায়। এতে চালক আহত হলেও গাড়ির মধ্যে একজন আটকা পড়ে বলে জানা গেছে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারের চেষ্টা করছে। সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস টিম।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি পুকুরের পানিতে ডুবে যায়। ভেতরে একজন আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। হয়তো তার বেঁচে থাকার সম্ভবনা নেই। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ ব্যক্তি চালকের সহকারী বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।