সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার ডাকবাংলো আব্দুর রউফ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। সুমন ডাকবাংলো এলাকার পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য যায় সুমন। এসময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে ধাওয়া করলে রাস্তা পার হতে গেলে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী রয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে সুমন ঘটনাস্থলে তার মারা যান।
এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
ওএইচ/